নওগাঁর আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনা ঘটেছে। বুধবার (৫ জানুয়ারি) রাতে হাসপাতালের অফিস ভবনের পেছনের জানালা ভেঙে এ চুরির ঘটনা ঘটে।
আত্রাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোকসানা হ্যাপি জানান, বুধবার রাতের কোনো এক সময় হাসপাতালের মেডিকেল পরিসংখ্যানবিদ ও হিসাব রক্ষক কার্যালয়ে চুরির ঘটনা ঘটে। কার্যালয়ের আলমারির তালা ভেঙে গুরুত্বপূর্ণ কাগজপত্র এলোমেলো করে ফেলে। কী চুরি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে দুই জন নৈশ প্রহরী থাকলেও তাদের দিনে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা তার পারিবারিক কাজে তাদের ব্যবহার করেন এবং রাতে তাদের কোনো ডিউটি রাখে না। যার কারণে আজ এই চুরির ঘটনাটি ঘটে। এর কিছুদিন আগে স্বাস্থ্য কমপ্লেক্সের জেনারেটরের ব্যাটারি চুরি হয়েছিল। এ ধরনের চুরির ঘটনা প্রায়ই স্বাস্থ্য কমপ্লেক্সে ঘটছে। তারপরও কর্তৃপক্ষ আমলে নেয়নি।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, হাসপাতাল থেকে মৌখিক অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।